ঢাকা: গুমের অভিযোগে র্যাব-২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
বুধবার (২৮ মে) বেলা ১১টার পর কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনে পুলিশ।
এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই দুই কর্মকর্তার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, ২ ডিসেম্বর শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, সাবেক এই দুই র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতাও মিলেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয়।
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর শনিরআখড়ায় জোবায়ের ওমর খান হত্যা মামলায় গত বছরের ২ নভেম্বর গ্রেফতার হন এই দুই কর্মকর্তা।