Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান-আনিসুলসহ ৩ জনের দুই দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৩:০৬ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৪:৪৪

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে রিয়াজ হত্যা মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুজন হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগ নেতা নুরু মিয়া।

বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া ও সোহানুর রহমান আজাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার। পরে চার আসামির রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। তবে তারা শুনানি করেননি। পরে আদালত সোহানুর রহমান আজাদ ছাড়া বাকিদের দুদিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকা থেকে জিগাতলায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন মো. রিয়াজ। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের মা মোসা. শাফিয়া বেগম।

সারাবাংলা/আরএম/এমপি

আনিসুল হক রিমান্ড সালমান এফ রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর