ঢাকা: ১৫টি ভিন্ন পদে ৫২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)
১। পদের নাম: সার্ভেয়ার
মূল বেতন: ২০,০০০/-
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি বোর্ডের কোনো স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট হতে ৪ (চার) বছরমেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সনদ থাকা আবশ্যিক।
অভিজ্ঞতা:সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়স: ২১ হতে ৩৫ বছর।
২। পদের নাম:জুনিয়র ফর্ক লিফট অপারেটর
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা এসএসসি/দাখিল (ভোকেশনাল)থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: জেনারল মেকানিক্/ফার্ম মেশিনারি।
অভিজ্ঞতা: ফর্কলিফট চালনার কাজে ২ বছরের অভিজ্ঞতা, ফর্কলিফট চালানোর যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে।
বয়স: ২০ হতে ৩৫ বছর।
৩। জুনিয়র টেকনিশিয়ান গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল(ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: জেনারেল মেকানিক/ফার্ম মেশিনারি।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
৪। জুনিয়র ওয়েল্ডার গ্রেড-৩
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিষয়ে এসএসসি/দাখিল (ভোকেশনাল) থাকতে হবে।
অভিজ্ঞতা: সকল ধরনের গ্যাস অয়েল্ডিং এবং আর্ক অয়েল্ডিং কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অয়েল্ডিং কাজের জন্য নুন্যতম ৩৬জি (3/6G) সনদ থাকা আবশ্যক।
অয়েল্ডিং ট্রেডে ভোকেশনাল সনদপ্রাপ্তদের অভিজ্ঞতার প্রয়োজন নাই।
বয়স: ২০ হতে ৩৫ বছর।
৫। জুনিয়র মেসিনিস্ট গ্রেড-৩
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যােগ্যতা: এসএসসিদাথল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল(ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিস্ট বিষয়: জেনারেল মেকানিক্স/ফার্ম মেশিনারি/|মেশিন টুলস্ অপারেশন/অটোমোটিভ।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
৬। জুনিয়র টানীর গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল (ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: জেনারেল মেকানিক্স/ফার্ম মেশিনারি। মেশিন টুলস্ অপারেশন/অটোমাোটিভ।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
৭। জুনিয়র মেকানিক গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল (ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: জেনারেল মেকানিক্সফার্ম মেশিনারি/মেশিন টুলসু অপারেশন/অটোমোটিভ।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
৮। জুনিয়র এসি মেকানিক গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন বিষয়ে এসএসসি/দাখিল (ভোকেশনাল) থাকতে হবে।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
৯। জুনিয়র ক্রন অপারেটর গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা এসএসসি/দাখিল (ভোকেশনাল)থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: জেনারেল মেকানিক্সফার্ম মেশিনারি| মেশিন টুলসু অপারেশনন/অটোমোটিভ
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বহছরের অভিজ্ঞতা, ক্রেন চালনা করার ট্রেড সনদ থাকা আবশ্যক।
বয়স: ২০ হতে ৩২ বছর।
১০। জুনিয়র ইলেকট্রিশিয়ান গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল(ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/জেনারেল ইলেক্ট্রনিক্স।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
১১। জুনিয়র ইলটুমেন্ট মেকানিক গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল(ভোকেশনাল) থাকতে হবেএসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস। জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিক্স।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
১২। জুনিয়র আর্মেচার উইন্ডার গ্রেড-৩
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল(ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্স। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিক্স।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
১৩। জুনিয়র ক্যাবল জয়েন্টার গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি/দাখিল (ভোকেশনাল) থাকতে হবে। এসএসসি/দাখিল (ভোকেশনাল) এর সংশ্লিষ্ট বিষয়: ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/জেনারেল ইলেক্ট্রনিক্স।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
১৪। জুনিয়র প্লাম্বার গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা প্লান্বিং-পাইপ ফিটিং বিষয়ে এসএসসি/দাখিল (ভোকেশনাল) থাকতে হবে।
বয়স: ১৮ হতে ৩২ বছর।
১৫। জুনিয়র পেইন্টার গ্রেড-২
মূল বেতন: ১৭,০০০/-
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দাখিল (বিজ্ঞান) অথবা এসএসসি/দাখিল (ভােকেশনাল)থাকতে হবে।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বয়স: ২০ হতে ৩৫ বছর।
চাকরির ধরন:
স্থায়ী
প্রার্থীর ধরণ:
নারী-পুরুষ
কর্মস্থল:
ঢাকা
বয়সসীমা:
৩০ এপ্রিল, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮-৩২ বছর (বিশেষ ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত http://apscl.teletalk.com.bd/
এই ঠিকানা থেকে জানতে পারবেন।
আবেদন শুরু:
২৮ মে, ২০২৫ (সকাল ১০টা)
আবেদনের শেষ সময়:
২৫ জুন, ২০২৫ (বিকেল ৫টা)