Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা ২৮ জুন

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২৫ ১৩:০৭

ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস পরবর্তী সময়ে ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায়, বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়-৪০ নম্বর (পদার্থবিদ্যা-১৩, রসায়ন-১৩ ও গণিত-১৪)।

এক ঘণ্টার এ পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য পরীক্ষার্থী এক নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপসহকারী প্রকৌশলী পদের বিজ্ঞপ্তি ১১ ক্যাটাগরির পদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। নিয়োগ বিধি অনুযায়ী ১১ ক্যাটাগরির পদে মোট ১২টি ট্রেড/বিষয় রয়েছে। লিখিত পরীক্ষায় ১২টি ট্রেড/বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রার্থীরা তাদের নিজ নিজ ট্রেড/বিষয়ের প্রশ্নে পরীক্ষা দেবে।

সারাবাংলা/এনএল

নিয়োগ বাংলাদেশ রেলওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর