ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) ২০২৫ বাতিলের যে দাবি সরকারি কর্মচারীরা তুলেছেন সে বিষয়ে সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস দেশে ফেরার পরে। একথা জানিয়েছেন এ বিষয়ে দায়িত্বে থাকা ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেছেন, আন্দোলনরত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। তিনি দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আরও বলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর গেজেট জারি সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি।
এদিকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।