Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটের সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৩:১৯ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৩:২১

লালমনিরহাট: লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৯ নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার (২৮ মে) ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখন্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার ওপারের ভারতীয় অংশে। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, বুধবার (২৮ মে) ভোরের দিকে আদিতমারীর দূর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পঁচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ২০ জনকে প্রায় একযোগে বাংলাদেশ ভূখন্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে পুশইনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছে।

বিজিবি জানিয়েছে, কাঁটাতারের বেড়ার গেট খুলে এপারে পাঠানো লোকজন ভারতের আসামের বাসীন্দা। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদির সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, আদিতমারীর দুর্গাপুর চওড়াটারী সীমান্ত দিয়ে ১৩ জনকে হাতীবান্ধার বনচকি সীমান্ত দিয়ে ৬ জন, পাটগ্রামের আমবাড়ি পচা ভান্ডার ধবলগুড়ি সীমান্ত দিয়ে ২০ জন কে বাংলাদেশের পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধায় তারা পুশ ইন করতে পারেনি। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি তারা কোনো সাড়া দেয়নি। সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

পুশইনের চেষ্টা বিজিবির বাধা লালমনিরহাটের সীমান্ত