Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউফলের ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৩:২৩

কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী: জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ এবং বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন মিন্টু,সাবেক সাধারণ সম্পাদক মো. মোহসীন পারভেজ,সদস্য অমল মুখার্জি, প্রতিষ্ঠাকালীন সদস্য নেসার উদ্দিন আহম্মেদ টিপু ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু।

এ সময় বক্তারা বাউফলের ইউএনও কতৃক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান।

সারাবাংলা/এসডব্লিউ

ইউএনও অপসারণের দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর