Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে, বেড়েছে মাথাপিছু আয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৬:০২

ঢাকা: বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমেছে। তবে জিডিপি প্রবৃদ্ধির হার কমলেও মাথাপিছু আয় বেড়েছে।

মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সাময়িক হিসাবে এ তথ্য জানা গেছে।

বিবিএস এর সাময়িক হিসাব মতে, চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩.৯৭ শতাংশ। গত ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ।

বিবিএস জানায়, বিদায়ী অর্থবছরে কৃষি খাতে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে জিডিপি প্রবৃদ্ধির হার কমলেও মাথাপিছু আয় বেড়েছে। চলতি অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়াবে ২ হাজার ৮২০ ডলার। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। সে হিসাবে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার।

প্রসঙ্গত: মাথাপিছু আয় একজন ব্যক্তির প্রকৃত আয় নয়। দেশের অভ্যন্তরের মোট আয় এবং রেমিট্যান্সসহ যত আয় হয়, তা ওই দেশের মোট জাতীয় আয়। ওই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়ের হিসাব করা হয়।

বিবিএস-এর তথ্যে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের গত অর্থবছরের তুলনায় বিনিয়োগ কমেছে ১.৩২ শতাংশ, দেশীয় সঞ্চয় কমেছে ০.৭১ শতাংশ, তবে জাতীয় সঞ্চয় বেড়েছে ০.৫৯ শতাংশ।

সারাবাংলা/আরএস

মাথাপিছু আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর