ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর কমলাপুরসহ আটটি রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা থেকে একযোগে এসব স্টেশনে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
অভিযান চালানো বাকি স্টেশন হলো- কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম রেলস্টেশন, রংপুর রেলস্টেশন, রাজশাহী রেল স্টেশন, ময়মনসিংহ রেলস্টেশন, জামালপুর রেলস্টেশন, সিলেট রেলস্টেশন ও দিনাজপুর রেলস্টেশন।
দুদক কর্মকর্তা আকতারুল বলেন, সম্প্রতি রেলের টিকিট কালোবাজারি নিয়ে দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় দুদকের সমন্বিত কার্যালয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের বিভিন্ন কার্যালয় থেকে আটটি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়।
তিনি বলেন, টিকিট কালোবাজারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে কমিশন। ঈদের আগে ও পরে দুদক এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এর সঙ্গে কারও সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।