মেক্সিকোতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি বাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার ( ২৮ মে) সিবিএস নিউজের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি পরিত্যক্ত বাড়িতে ১৭টি মৃতদেহ পাওয়া গেছে। গত সপ্তাহে গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার এবং ক্যাডাভার কুকুর ব্যবহার করে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছুরি, মাচেট, কোদাল এবং বেলচা উদ্ধার করা হয়েছে।
প্রসিকিউটরদের মতে, পাঁচজন ভিকটিম। চার পুরুষ এবং এক নারী- নিখোঁজ ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন। রাজ্যের একজন কর্মকর্তা জর্জ জিমেনেজ সাংবাদিকদের জানান, তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হচ্ছে।
গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্য হিসেবে পরিচিত। এ রাজ্যটিতে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘাতের কারণে প্রায়ই হত্যাকাণ্ড ঘটে। গত বছর এই রাজ্যে তিন হাজার ১৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়, যা দেশের মোট হত্যাকাণ্ডের ১০ দশমিক ৫ শতাংশ।
চলতি মাসের শুরুতে গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ সাতজন নিহত হন। এছাড়া, গত ফেব্রুয়ারিতে আটজন এবং গত ডিসেম্বরে আরও আটজন নিহত হন। গত অক্টোবরে, নির্যাতনের চিহ্নসহ ১২ পুলিশ কর্মকর্তার মৃতদেহ পাওয়া যায়, যেখানে কার্টেলের বার্তাও পাওয়া যায়।
মেক্সিকোতে ২০০৬ সাল থেকে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার সহিংস মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এসবের বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।