Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর হাতিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৪:২৯

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া।

নোয়াখালী: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ মে) সকালে এ আদেশ দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে উপজেলার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী পারাপার।

এদিকে, হাতিয়ায় সকাল থেকে আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মাছধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

তিনি বলেন, হাতিয়া উপজেলা ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় রয়েছে। এ জন্য হাতিয়ার সঙ্গে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

নৌ-যোগাযোগ বন্ধ হাতিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর