ঢাকা: জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে হামলা করেছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, জুলাই যোদ্ধারা লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। সেই সঙ্গে হাসপাতাল ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন।’
পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘কর্মবিরতি থাকা হাসপাতালের নার্স ও স্টাফদের ওপর জুলাই যোদ্ধারা হামলা করে। এতে আমাদের চিকিৎসক ও নার্স আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জুলাই যোদ্ধারা আবারও হাসপাতালে ভাঙচুর করে।’
এদিকে, এ ঘটনায় সকাল থেকে এখন পর্যন্ত হাসপাতালে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
৩ দিন ভর্তি থেকে আজ সকালে অপনারেশনের ডেট পেলেও, চোখের অপারেশন না করেই চলে যেতে হচ্ছে রোগীদের৷
এতে ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল ছাড়তে বাধ্য হন রোগীর স্বজনরা।