Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কুকি-চিনের আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৬:০৯

গত ১৭ মে জব্দ করা কুকি-চিনের ইউনিফর্মের ছবি।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে এক কারখানা থেকে আরও প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়েছে, যেগুলো গত দুই দফায় জব্দ করা পার্বত্য চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাকের মতোই বলে জানা গেছে। পুলিশ ওই পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ সারাবাংলাকে বলেন, ‘কিছু ইউনিফর্মসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও মামলা হয়নি। বায়েজিদ বোস্তামি থানায় যে মামলা হয়েছিল, সেই মামলার এজাহার আমরা সংগ্রহ করছি। সেটা দেখে মামলা দায়ের করা হবে।’

গ্রেফতার হওয়া পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে পাহাড়তলী থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৭ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি কেএনএফ’র ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে। এরা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এদের মধ্যে সাহেদুল ইসলাম কারখানার মালিক। অপর দুজন ইউনিফর্মগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের নগরীর বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো তৈরির অর্ডার নেওয়া হয়েছিল। গত মার্চে এ অর্ডার কারখানায় এনেছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো তৈরির অর্ডার নেন। চলতি মে মাসে সেগুলো তাদের সরবরাহের কথা ছিল।

বিজ্ঞাপন

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, কুকি-চিন (কেএনএফ) পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার একটি নিষিদ্ধ সশস্ত্র জঙ্গি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এর সদস্যরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার বিভিন্ন থানার এলাকায় সশস্ত্র অবস্থায় অবস্থান করে। বিভিন্ন মানুষজনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়, হত্যা, অপহরণ, গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে।

গ্রেফতার ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র ও যোগসাজসে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন করার প্রচেষ্টায় ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রের সম্পত্তি বিনষ্ট, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের স্বাভাবিক কাজ থেকে বিরত থাকিতে বাধ্য করে, সন্ত্রাসী কার্য সংগঠিত করে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে।

এরপর ২৬ মে রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকায় একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

ইউনিফর্ম জব্দ কুকি-চিনের ইউনিফর্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর