মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে একাধিক মামলার সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী রাসেল হাওলাদার। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে পিন্টু মিয়ার বাড়ির পাশে মাদক কেনাবেচার সময় রাসেল হাওলাদারকে ধরে ফেলে এলাকাবাসী। তার সঙ্গে থাকা এক সহযোগী ভয়ভীতি দেখাতে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ে, পরে সেখান থেকে পালিয়ে যায়।
তবে ধরা পড়ে যান রাসেল। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে এবং একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে শ্রীনগর থানা পুলিশ ও র্যাব-১০ এর একটি দল।