সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার পৃথক তিন সীমান্ত দিয়ে আরও ৬৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। পরে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৮ মে) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা, মোকামপুঞ্জি ও কদমখাল সীমান্ত দিয়ে ৬৬ পুশইন করানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর রাতে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জন। মিনাটিলা সীমান্ত দিয়ে আরও সাত শিশু, সাত নারী ও ছয় পুরুষসহ ২০ জন। একই উপজেলার কদমখাল এলাকা দিয়ে পাঁচ জন পুরুষ, পাঁচ জন নারী ও চার শিশুসহ ১৪ জন। মোট ৬৬ জনকে পুশইন করিয়েছে বিএসএফ।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক সারাবাংলাকে জানান, রাতের নির্জনতার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসকারী মানুষদের একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করে।
তিনি বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের তিনটি এলাকা থেকে ৬৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছি। ভারতীয় সীমান্ত বাহিনী ইদানীং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বাড়িয়েছে। পুশইন বন্ধ করতে বিজিবি নজরদারি ও তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে টহল বাড়ানো হয়েছে।’
এর আগে, গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ ও ২১ জনকে এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে ৩২ জন পুশইনের ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১৪ দিনে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অন্তত ১৩৫ জনকে ঠেলে পাঠানো হয়েছে।