নরসিংদী: নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
বুধবার (২৮ মে) দুপুরে নরসিংদী শহরের শাপলা চত্ত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় (ব্যাকহো) ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ দোকান পাঠ ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ। এ সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউর রহমানসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। গত ১৫ আগস্ট জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা সরিয়ে নিতে। একাধিকবার নোটিশ, মাইকিংসহ সকল প্রক্রিয়া শেষে অভিযান পরিচালিত হচ্ছে। পুরোপুরি রেলওয়ের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এই অভিযান চলমান থাকবে।