Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৬:৫৩

সেনাবাহিনী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিচ্ছেন স্থানীয়রা।

পাবনা: জেলায় ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে এক বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ মে) দিনব্যাপী পাবনা সরকারি কলেজে এই মেডিকেল ক্যাম্প আনুষ্ঠিত হয়।

ক্যাম্পে নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকরা দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ সরবরাহ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন আনুমানিক ১২০০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। গত ২৫ মে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিটটি এবং স্থানীয় এলাকায় তিনদিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারণা কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যহত থাকবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

সারাবাংলা/এইচআই

পাবনা মেডিকেল ক্যাম্প সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর