Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহায় প্রাথমিকে ছুটি ২১ দিন মাধ্যমিকে ২৩

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৭:২২ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:২৬

ঢাকা: আসছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আবারও দীর্ঘ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এবারের ছুটির তালিকা সবার জন্য একরকম হচ্ছে না। এবার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৩ দিন ছুটি পেলেও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কাটানোর সুযোগ পাবে ২১ দিন। আবার কারিগরি, মাদরাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটির এই তারতম্য রয়েছে।

চলতি শিক্ষা বর্ষের শিক্ষাপুঞ্জি অনুযায়ী এবার সবচেয়ে বেশী ছুটি পাচ্ছে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১ জুন থেকে শুরু হবে। শেষ হবে ২৫ জুন। ২৬ জুন থেকে ক্লাস শুরু হবে। সে হিসেবে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এরপর ২৩ দিন ছুটি পাচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মাধ্যমিকে ১ জুন থেকে ছুটি শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিনের ছুটি মিলবে এ পর্যায়ে। মাধ্যমিকে স্কুল খুলবে ২২ জুন। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন থেকে। ক্লাস শুরু হবে ২৩ জুন। এ পর্যায়ে ছুটি মিলবে ২১ দিন।

বিজ্ঞাপন

আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে খুলবে ২২ জুন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ২১ দিন ছুটি পাচ্ছে। সবচেয়ে কম ছুটি পাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি বেসরকারি কলেজগুলোতে এবারের ঈদের ছুটি শুরু হবে ৩ জুন শেষ হবে ১২ জুন। অর্থাৎ এবার শুধু ঈদের জন্য ১০ দিন ছুটি পাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট দফতরগুলোর সূত্র বলছে, শিক্ষাপুঞ্জি অনুযায়ীই ছুটি নির্ধারন করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি

ঈদুল আজহার ছুটি গ্রীষ্মকালীন ছুটি প্রাথমিক মাধ্যমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর