ঢাকা: পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় প্রেমিকের হাতে প্রেমিকা ও তার স্বামী খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক গাউসকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) দুপুরের পর পল্লবীর মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হত্যার শিকার দম্পতি হলেন- পাপ্পু ও দোলন দোলা। ধারণা করা হচ্ছে, বিয়ের পরও প্রেমিক গাউসের সঙ্গে দোলন দোলার যোগাযোগ অব্যাহত ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’জনের মরদেহ ঘটনাস্থলেই ছিল। পুলিশও সেখানে অবস্থান করছিল। সুরতহাল শেষে তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।