Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে ছাত্রশিবিরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৮ মে ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:২৭

সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।

বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক শিক্ষার্থী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এস এম খালেদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এস আই সায়েম, তিতুমীর কলেজ শাখার সভাপতি আলফে সানী, সেক্রেটারি মুনতাসির আনসারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য ছিল পৃথক বুথ। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও বিএমআই (BMI) পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানেরও সুযোগ রাখা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের প্রসারে ‘বুক কর্নার’ স্থাপন করা হয়, যেখানে ফর্ম পূরণ করে বই সংগ্রহের সুযোগ পান তারা।

মেডিকেল ক্যাম্প ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, মানবতার জন্য কাজ করাই মানুষের প্রধান দায়িত্ব। ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয় এবং মানবিক চেতনায় সমৃদ্ধ। আমি আশা করি, তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

আয়োজক সংগঠনের কলেজ শাখার সভাপতি আলফে সানী বলেন, শিক্ষার্থীদের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই আমাদের এ প্রয়াস। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলা উদ্দিন মিনহাজ বলেন, ছাত্রশিবিরের এই ক্যাম্প অত্যন্ত গঠনমূলক উদ্যোগ। অন্যান্য ছাত্র সংগঠনেরও এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়া উচিত।

এমন উদ্যোগের প্রসংশা করে রসায়ন বিভাগের শিক্ষার্থী আলী ইমাম হাসান বলেন, অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারে না। এমন একটি উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারী। আশা করি, অন্য সংগঠনগুলোর কাছেও এটি অনুপ্রেরণা হবে।

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মায়াবী স্নান বলেন, ছাত্রশিবিরের এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী। চিকিৎসকদের কাছ থেকে আমি প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি এবং ওষুধও গ্রহণ করেছি।

এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগ কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরছে বলে মত প্রকাশ করেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর