সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আমির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রাম এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন বক্তারপুর গ্রামের কৃষক ফজল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কিশোর আমির হোসেন তার কৃষক বাবার জন্য হাওরে খাবার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, বজ্রপাতে নিহত কিশোরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।