Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন জুলাই আহতরা ‎

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:২২

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

‎ঢাকা: জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা।

‎বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে ইনস্টিটিউটের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে জুলাই আহতদের হামলার ঘটনা ছড়িয়ে পড়লে আহতদের একাংশ সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে সেখানে উপস্থিত হন।

‎এ সময় তারা হাসপাতালের গেটের সামনে অবস্থান নিয়ে ‘আপোষ নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘প্রশাসনের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জুলাই আন্দোলনে ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ‎আকবর মিয়া বলেন, ‘বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, চক্ষু ইনস্টিটিউটে আমাদের সহযোদ্ধাদের সঙ্গে চিকিৎসক ও কর্মীদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানতে এসেছি। কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।’

আরও পড়ুন-জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

‎এদিকে, সকাল থেকেই নিরাপত্তাজনিত কারণে হাসপাতালের সকল চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসক ও কর্মীরা। দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুলাই আহতদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন প্রশাসনিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল চিকিৎসাসেবা বন্ধ থাকবে।

‎সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশ ও বাহিরের প্রধান ফটক তালাবদ্ধ। গেটের বাইরে অপেক্ষা করছেন বহু রোগী ও তাদের স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, আনসার, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা। এরই মধ্যে জুলাই আহতদের একটি দল হাসপাতালের মূল গেটের সামনে বিক্ষোভ ও স্লোগান অব্যাহত রাখে।

বিজ্ঞাপন

‎বিকেলে এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে মোহাম্মদপুর ও সেরেবাংলা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল নাজিম গণমাধ্যমকে বলেন, ‘যখন এসেছি তখন দেখেছি দুই গ্রুপই মারামারি করছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন বলেও জানান তিনি।

‎‎সারাবাংলা/এনএল/এইচআই

গণআন্দোলন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জুলাই জুলাই আহতরা ‎