Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কমলাপুরের আবাসিক হোটেলে মিলল নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ২৮ মে ২০২৫ ২০:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে কমলাপুর আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওই নারীর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশ বাড়ী গ্রামে। স্বামীর নাম মানিক চন্দ্র রায়। ওই নারীর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয় তলার একটি কক্ষের বিছানা থেকে ওই নারীর মরদেহ পায়। তবে ওই সময় দরজা খোলা অবস্থায় ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি আরও জানান, গতকাল (মঙ্গলবার) স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ওই কক্ষ ভাড়া নেন তারা।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ

আবাসিক হোটেল নারীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর