Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট রেলস্টেশন নির্মাণ প্রকল্পে দুর্নীতির সত্যতা পেল দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৮:১৬ | আপডেট: ২৮ মে ২০২৫ ২০:০৫

দুর্নীতি দমন কমিশনের অভিযান

সিলেট: সিলেট রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানে টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডারবিহীন রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বুধবার (২৮ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়।

স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা ধরা পড়ে অভিযানের সময়। এর সঙ্গে জড়িত একজনকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।

এছাড়াও রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সাড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাত অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, ‘এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।’

সারাবাংলা/এসআর

টিকিট কালোবাজারি দুদক দুর্নীতি প্রকল্পে ঘাপলা