Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াতকে নেতৃত্বশূন্য করতে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২৮ মে ২০২৫ ২০:০৬

জামায়াতের উদ্যোগে কদমমোবারক এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাসের পর এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ায় চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে। অনুষ্ঠানে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘কথিত মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াতকে নেতৃত্বশূন্য করতে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’

বুধবার (২৮ মে) নগরীর কোতোয়ালী থানা জামায়াতের উদ্যোগে কদমমোবারক এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শাহজাহান চৌধুরী বলেন, ‘কথিত মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জাতীয় নেতাদের বিচারের নামে ফরমায়েসি রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। মূলত জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য বিনা অপরাধে তাদের হত্যা করা হয়েছে।’

‘এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাসের মাধ্যমে একদিকে জাতি একজন পরীক্ষিত নেতাকে পেয়েছে, আর আমরা এক জীবন্ত শহীদকে ফিরে পেয়েছি।’

কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, আগ্রাবাদ মা-শিশু জেনারেল হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ডা. পারভেজ ইকবাল শরীফ, কোতোয়ালী থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, কদমমোবারক জামে মসজিদের পেশ ইমাম মুহাম্মদ জোবায়ের।

বিজ্ঞাপন

এ ছাড়া নগর জামায়াতের উদ্যোগে নগরীর পাঁচলাইশ, ডবলমুরিং ও বাকলিয়া থানা এলাকায়ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমপি

জামায়াত মানবতা বিরোধী অপরাধ শাহজাহান চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর