Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৮:৫৪

বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে দর্শনা সীমান্তের প্রধান খুঁটির ৭৬ এর নিকট শূন্য রেখায় বাংলাদেশের পাশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, তিনিসহ ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুজিত কুমার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকের শুরুতে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। পরবর্তীতে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, আলোচনায় সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশে ‘পুশ ইন’ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজিবি অধিনায়ক। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো নাগরিককে ‘পুশ ইন’ করা একদিকে যেমন সীমান্ত আইন লঙ্ঘন অন্যদিকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সামিল। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভবিষ্যতে যাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পুশইনের মত কোনো ঘটনা সংঘটিত না হয় সে লক্ষ্যে বিএসএফের কমান্ডারদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

তিনি আরও জানান, যদি কোনো বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় তালিকা বিজিবির কাছে হস্তান্তর করে ওই নাগরিকদের জাতীয়তা ও পরিচয়পত্র নিশ্চিত করে অতি দ্রুত সময়ে প্রত্যাবাসন করা হবে বলে বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত সুরক্ষার লক্ষ্যে অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারী কার্যক্রম অব্যহত রাখার বিষয়েও আলোচনা করা হয়।

সারাবাংলা/এইচআই

দর্শনা সীমান্ত বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত