ঢাকা: কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক অনলাইন জুয়া সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছে কিনা, তা সার্বক্ষণিকভাবে তদারকির আওতায় রাখতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্টতা বিবেচনায় মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সশরীরে কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে বলে প্রতীয়মান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
অনলাইন জুয়া থেকে প্রতিরোধে দেশে কার্যরত সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালকদের প্রতি বুধবার (২৮ মে) এসব নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মার্চেন্ট যে স্থানে (ভৌগোলিক অবস্থান) ব্যবসা পরিচালনার করবেন বলে আপনাদের গ্রাহক হয়েছেন, তিনি সে স্থানেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন কি না- তা নিশ্চিত করতে হবে এবং গত ২১ মে জারিকৃত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ পরিপালন করতে হবে।
নির্দেশনায় অন লাইন ভিত্তিক জুয়া সংক্রান্ত কার্যক্রমের ক্ষতিকর প্রভাবের বিষয়ে গ্রাহকদের সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে বলা হয়েছে, দেশে অনলাইন জুয়া সংক্রান্ত কার্যক্রম বেড়েছে। ফলে দেশে সামাজিক অবক্ষয় ও সর্বোপরি অপরাধমূলক কার্যক্রম বাড়ছে।