Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিপ্রবি’তে দেয়াল ধসে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৯:৪৩

প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হর্টিকালচার বিভাগে প্লাম্বিং কাজ করার সময় দেয়ালচাপা পড়ে রাফিউল্লা খান রাফি (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে।

বুধবার (২৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রাফি একই বিশববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল জব্বার খানের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের আমির ইঞ্জিনিয়ার্সের সাব কন্ট্রাক্টর বশির আকনের নিয়োজিত নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।

ক্যাম্পাস ও থানা পুলিশ সূত্র জানায়, হর্টিকালচার বিভাগের দেয়াল কেটে স্যানিটারি পাইপ লাইনের সংস্কার কাজের সময় দেয়ালচাপা পড়ে নির্মাণ শ্রমিক রাফি। খবর পেয়ে থানা পুলিশ ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেয়াল সরিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

নিহত পবিপ্রবি মরদেহ শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর