Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মিলন হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২৮ মে ২০২৫ ২২:৫৭

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি ‍উপজেলার সোনাপুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে মিলন কদম (৩৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) উপজেলার নবাবপুর ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন— বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মিয়াপাড়া গ্রামের মো. ফরহাদ মিয়ার ছেলে মো. মিজান মিয়া (১৯), একই গ্রামের গ্রামের মো. মোতালেব শেখের ছেলে মো. রাজিব শেখ (২৫), সদাশিবপুর গ্রামের মৃত নান্নু শেখের ছেলে মো. লিমন শেখ (২০) ও ঘোড়ামারা গ্রামের আব্দুল রাজ্জাক ফকিরের ছেলে মো. সোহাগ ফকির (২১)।

নিহত মিলন ওরফে কদম (৩৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের খবির মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের আরজু গ্রুপ ও বেতবাড়িয়া গ্রামের শিমুল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আরজু গ্রুপ কাঁচা বাজারের খাজনা তুলতে গেলে শিমুল গ্রুপ বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। একাধিকবার মারামারি হয়। বিরোধের জের ধরে রোববার (২৫ মে) দুপুরে শিমুল গ্রুপের লোকজন আরজু (৪০), মিলন ওরফে কদম (৩৫), বাচ্চু মন্ডলকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মিলনের বড় ভাই মো. আফজাল হোসেন মামলা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের হলে সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ইজারা নিয়ে দ্বন্দ্বে গ্রেফতার মিলন হত্যা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর