Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি থেকে দোয়ারা এসে আটক ৩ বাংলাদেশি হিজড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৯:৫৪

দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি তিন হিজড়াকে আটক করেছে বিজিবি।

সুনামগঞ্জ: অবৈধভাবে ভারত গিয়ে পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি তিন হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ মে) টহল দেওয়ার সময় উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি দল তাদের আটক করে।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ভোলাইলের মৃত সামছু মিয়ার ছেলে মো. দুলাল ওরফে অহনা (৪৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া দক্ষিণের মৃত খেলু মিয়ার ছেলে মো. লিটন মিয়া ওরফে পায়েল (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার গৌরিপুরের মো. আনছার আলীর ছেলে মো. জীবন ওরফে রাত্রি (২৩)। আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।

বিজিবি জানায়, আটকরা আনুমানিক ৭—৮ বছর পূর্বে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গিয়ে নয়াদিল্লিতে বাস করতেন। সেখানে তারা নাচ, গান করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমান পরিস্থিতিতে ভয়ে ভারতীয় দালালের মাধ্যমে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে পেকপাড়া বিওপির টহল তাদের আটক করে। আটক বাংলাদেশি নাগরিকদেরকে (হিজড়া) দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের কাছে বাংলাদেশি জন্ম নিবন্ধন এবং ভারতীয় আধার কার্ড আছে। এছাড়াও এই এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, আটকরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলার পেকপাড়া বিওপির সদস্যরা তিন হিজড়াকে থানায় হন্তান্তর করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

৩ বাংলাদেশি হিজড়া আটক দোয়ারাবাজার সীমান্ত বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর