Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২৫ ২০:৩০ | আপডেট: ২৮ মে ২০২৫ ২২:৫৬

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ শুরু হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী তিন জনের নাম ঘোষণা করে প্রধান অতিথি বলেন, ‘সাহসী তরুণরাও রূপসী বাংলার অংশ, তাদের ত্যাগ, আন্দোলন ও সফলতার আর্কাইভ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বহুত্ববাদী বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে-ফটো সাংবাদিকসহ একসঙ্গে সকলের কাজ করতে হবে।’

২০২৪-এর জুলাই বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, ‘উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।’

বিজ্ঞাপন

আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম হায়দার আলী, ২য় স্থান অধিকার করেন দেশকাল নিউজ এর শামরুল হক রিপন ও ৩য় স্থানের জন্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম ও মুনিরুজ্জামান।

প্রদর্শনী শেষ হবে আগামী ৩ জুন।

সারাবাংলা/এসআর

আলোকচিত্র প্রদর্শনী ফটো জার্নালিস্টস রূপসী বাংলা