Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের দালালরা সুযোগ পেলেই ছোবল মারতে দেশের ভেতরে ঘাপটি মেরে আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ২০:৪৩ | আপডেট: ২৮ মে ২০২৫ ২২:৫৬

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ভারতের দালালরা দেশের সর্বত্র ঘাপটি মেরে বসে আসে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে।

বুধবার ( ২৮ মে) দিনাজপুর ইনিস্টিটিউট মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে তারা পদে পদে বাধাগ্রস্ত করছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও একটা দল নির্বাচন নির্বাচন করে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতার হুমকি দিচ্ছে। অথচ তারাও মুখে মুখে সংস্কার চায়, বিচার চায়। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে।’

চরমোনাই পীর বলেন, ‘একাত্তরে লাখো মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তারপরের সরকারগুলো দেশকে অরাজকতা, হানাহানি, অর্থপাচারের স্বর্গভূমি বানিয়ে ফেলেছিল। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, রক্ত দিয়েছে, অন্ধত্ববরণ করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আসায়। কিন্তু দেশে চাঁদাবাজি, দখলবাজি বন্ধ হয় নাই। সন্ত্রাস বন্ধ হয় নাই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘বাংলার মাটিতে আর কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসকে সহ্য করা হবে না।’

তিনি দিনাজপুরবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতার পরে অনেক দল দেশ শাসন করেছে। তাদের কর্মফল আমরা ভোগ করেছি। এখন সময় এসেছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার। আমরা ১৯৮৭ সাল থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রলোভন এড়িয়ে দেশ ও জাতীর পক্ষে লড়াই করেছি। সামান্য এমপি-মন্ত্রী হওয়ার লোভে আমরা অসৎ রাজনীতির অংশ হতে চাই নাই। এখন সময় এসেছে এককভাবে ইসলামকে ক্ষমতায় নেওয়ার। তাই আগামী নির্বাচনে স্বাধীনতা ও জুলাই এর চাওয়াকে বাস্তবায়ন করতে ইসলামকে নির্বাচিত করুন।’

বিজ্ঞাপন

জেলা সভাপতি ডাক্তার নুরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমাদ প্রমুখ।

সারাবাংলা/জিএস/এইচআই

দিনাজপুর ভারতের দালাল মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর