ঢাকা: সেবার মান ও পরিসর বাড়াতে কৌশলগত সমঝোতা চুক্তি সই করল উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং ইন্টারনেট সেবায় নতুনত্বে এগিয়ে থাকা আইএসপি প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর গুলশানের টাইগার ডেনে বাংলালিংক’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে অপারেটরটির এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের প্রধান রুবাইয়াত এ. তানজিন, হেড অব কি সেগমেন্ট সাদ করিম, করপোরেট গ্রুপ ম্যানেজার এএনএম সালেহ আকরাম এবং করপোরেট অ্যাকাউন্ট অফিসার রাফিয়া নাঈমা উপস্থিত ছিলেন।
অপরদিকে আইসিসি কমিউনিকেশনের পক্ষে গ্রুপ সিওও লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন (অব.), পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন বিভাগের জিএম এ কে এম শাহেদ রেজা, প্রশাসন বিভাগের জিএম মেজর আবদুল্লাহ আল মামুন (অব.), সিআইও আব্দুর রাজ্জাক, সিটিও সাদাব মণি, সিএমও নূর হুদা তালুকদার ও আয়ানা ওটিটি সিটিও তানসিন রহমান তনু উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় আইসিসিকে করপোরেট সংযোগের পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যবসায়িক সল্যুশন দেবে বাংলালিংক। পাশাপাশি উভয়ে নিজেদের বিপণন সম্প্রসারণ এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে একসঙ্গে কাজ করবে। এছাড়াও, সেবার মান, পরিধি ও ব্যাপ্তি বাড়াতে একে অপরকে প্রযুক্তি ও কৌশলগত সহায়তা দেবে।