Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে সিইসির সঙ্গে সাঈদীর ছেলে মাসুদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ২০:৫৮

সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৮ মে) বিকেল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রথমে সিইসি পরে অন্য নির্বাচনের কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় সাঈদীর ছেলের সঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিমউদদীন সরকার উপস্থিত ছিলেন।

বৈঠক নিয়ে এর আগেও কমিশন বা মাসুদ বিন সাঈদী গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে তিনি বলেন, ‘আইন-কানুন জানার জন্য এসেছিলাম।’ তবে ইসির সূত্র জানা গেছে, পিরোজপুর-১ আসনের সীমানা বহাল রাখার জন্য তিনি আবেদন করেছেন।

জানা গেছে, পিরোজপুর-১ আসনটি বর্তমানে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৯৬ সালের জুনের জাতীয় সংসদ নির্বাচন ও ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

২০০৮ সালেও ওই তিনটি এলাকা নিয়ে পিরোজপুর-১ আসনে নির্বাচন হয়েছে। তবে ২০১৩ সালে এই আসনের সীমানায় পরিবর্তন করে ইন্দুরকানি কেটে দিয়ে পিরোজপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। আর নেছারাবাদ উপজেলা পিরোজপুর-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়। পিরোজপুর সদর ও ইন্দুরকানি উপজেলা জামায়াতের ভোট ব্যাংক বলে পরিচিত। ফলে পরিবর্তিত সীমানায় আওয়ামী লীগের জন্য সুবিধা হয়।

বিজ্ঞাপন

এদিকে ২০২৩ সালে এসে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ফের আগের সীমানায় নিয়ে যায় পিরোজপুর-১ আসনটিকে। আর সেই সিদ্ধান্তই যেন বহাল থাকে সেই আবেদন নিয়েই তিনবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করছেন সাঈদীর ছেলে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে একটি আবেদন পড়েছে। যেখানে যুক্তি হিসেবে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রায় এবং ২০২৩ সালের ১৪ মে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা উল্লেখ করে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে পিরোজপুর-১ আসনের সীমানা বহাল রাখার কথা বলা হয়েছে।

২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে ইন্দুরকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন মাসুদ বিন সাঈদী।

সারাবাংলা/এনএল/এইচআই

দেলাওয়ার হোসাইন সাঈদী মাসুদ বিন সাঈদী সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর