ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় মাহিন্দ্র অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মরাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যায় বাসটি ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রের তিন যাত্রী নিহত হয়। আহত হন আরও চারজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান রাম প্রসাদ।