Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় পূর্বশত্রুতার জেরে কৃষককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ২২:৩৫ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:১৫

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: জেলার তালায় পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে মকছেদ আলী শেখ (৫৬) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) বিকেলে তালার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকছেদ আলী তালা থানার হরিহরনগর গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মকছেদ আলীর সঙ্গে তার আপন ভাই মো. মুনছুর আলী শেখ ও শহিদুল শেখ এর সঙ্গে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েকদিন আগে তার জেরেই মোকছেদ আলীর বাড়িতে আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে আপন ভাই মুনছুরের ইন্ধনে প্রকাশ্য দ্বন্দ্ব চলছিল।

বুধবার বিকেলে মোকছেদ আলী ধান শুকানোর জন্য পাটিতে নেড়ে দেন। সেখানে প্রতিবেশী চাচাতো ভাই গরু ছেড়ে দিয়ে শুকাতে দেওয়া ধান নষ্ট করে। এ ঘটনা প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে।

সাবেক ইউপি সদস্য জানান, নিহত মকছেদ আলীর একমাত্র ছেলে হুমায়ন শেখ (২২) এর নামে তার দাদা মৃত ওমর আলী শেখ বাস্তভিটা হতে ১৫ শতক জমি দানপত্র দলিল করে দেন। এই আক্রোশে নিহতের দুইভাই শহিদুল শেখ ও মুনছুর শেখ তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানি করে আসছিল।

তিনি আরও জানান, নিহতরা ৫ ভাই, পৈত্রিক সূত্রে ৮-১০ বিঘা জমি প্রাপ্ত হন। কিন্তু নিহত মকছেদ শেখের মাত্র দেড় বিঘা জমি দেওয়া হয়। এ বিবাদ নিয়ে স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান ও সদস্য বারংবার সালিশ বৈঠক করলেও তা মেনে নেননি ওই দুই ভাই।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘খবর পাওয়ামাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানসহ আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কৃষক হত্যা খুন পিটিয়ে হত্যা পূর্বশত্রুতা সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর