Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ২২:৪৬ | আপডেট: ২৯ মে ২০২৫ ১০:২৯

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে মুরগি বোঝাই ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মদিনা স্পিন মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সেনগাতী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল হাই এর ছেলে আব্দুল গাফফার (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।

বিজ্ঞাপন

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, ‘ভদ্রঘাট এলাকায় একটি মোটরসাইকেলে করে তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মুরগি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন যুবক নিহত হন।

নিহতদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এইচআই

ট্রাকচাপা মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর