Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ভেজাল ওষুধসহ গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ০০:০০

অভিযানে ভেজাল ওষুধ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ মে) রাতে বংশাল থানাধীন সাতরওজা আগাসাদেক রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সুমন রাব্বি (৪০), মো. আকরাম হোসেন ওরফে আকমল (৪৫), মো. আমিন (৪৫), মো. ওসমান গনি (৩০), মো. রাজু আহম্মেদ (৫১), মো. আব্দুল নূর (৩৫), মো. ইব্রাহিম ওরফে সুমিত (২০) ও অপর একজন গ্রেফতারকৃত অপ্রাপ্ত বয়স্ক।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, বিভিন্ন ধরনের ৭৫১ বোতল ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ বিক্রির নগদ ৪৭ হাজার ৯৩৯ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, বুধবার রাতে বংশাল ধানাধীন সাতরওজা আগাসাদেক রোডস্থ আজমেরী দাওয়াখানা নামক দোকানে ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে বংশাল থানা ও সেনাবাহিনীর যৌথ টিম। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানো সময় মো. সুমন রাব্বি ও মো. আকরাম হোসেন ওরফে আকমলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রোডের তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানায় অভিযান চালিয়ে মো. আমিন, মো. ওসমান গনি, মো. রাজু আহম্মেদ, মো. আব্দুল নূর, মো. ইব্রাহিম ওরফে সুমিত এবং একজন অপ্রাপ্তবয়স্ককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার টাকা, ৩৪৪ বোতল ভেজাল ওষুধ, ৪০টি খালি বোতল এবং ২০০ মিলি লিটারের ৮৮ প্যাকেট পাস্তুরিত ফ্লেভার্ড মিল্ক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতরা এসব ভেজাল ওষুধ সংগ্রহ ও বিক্রয় করছিল। তারা এসব ওষুধের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার বংশাল ভেজাল ওষুধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর