Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৪:০০ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৫:৫১

ঢাকা: বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে। এই কলেজগুলোর মধ্যে অধিকাংশই পূর্বে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল। নতুনভাবে এসব কলেজের নাম সংশ্লিষ্ট এলাকার নাম অনুসারে নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনার আলোকে এই নাম পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল। এই ধারাবাহিকতায়, শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা এবং মুজিবনগরের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ

কলেজের নাম পরিবর্তন শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর