Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে আসছে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৬:০৩ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৬:২৫

ঢাকা: গভর্নর আহসান এইচ মনসুর এর সই করা ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ এর ছবি সম্বলিত নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট আগামী রোববার (১ জুন) বাজারে আসছে। নতুন এসব নোটে ব্যক্তির ছবি পরিহার করা হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে নতুন এ নোট ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। সংগ্রহকারীদের সুবিধার্থে নতুন নোটের কিছু ‘নমুনা নোট’ ছাপানো হয়েছে। নির্ধারিত মূল্যে এগুলো মিরপুর জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে।

প্রদত্ত নমুনা অনুযায়ী, ১০০০ টাকা মূল্যমানের নোটের আকার হচ্ছে ১৬০ মিলিমিটার x ৭০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাম পাশে জাতীয় স্মৃতি সৌধ এর ছবি, মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। নোটের উল্টো পিঠে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। শতভাগ কটন কাগজে মুদ্রিত এ নোটে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ এবং বাংলাদেশ ব্যাংকের জলছাপ রয়েছে। নোটটিতে বেগুনি রঙের আধিক্য এবং মোট ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট রয়েছে।

পঞ্চাশ টাকার নোটের আকার হচ্ছে ১৩০ মিলিমিটার x ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে আহসান মঞ্জিলের ছবি এবং উল্টো পিঠে শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত চিতকর্ম ‘সংগ্রাম’ মুদ্রিত রয়েছে। নোটটিতে গাঢ় বাদামী রঙের আধিক্য এবং মোট ৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট রয়েছে।

বিশ টাকার নোটের আকার হচ্ছে ১২৭ মিলিমিটার x ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে দিনাজপুরের ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দির এর ছবি এবং উল্টো পিঠে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি মুদ্রিত রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য এবং মোট ৫ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট রয়েছে।

সারাবাংলা/আরএস

১০০০ ৫০ ও ২০ টাকার নতুন নোট বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর