Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী: এটিএম আজহারুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ০৯:১৪ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:১৬

ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এটিএম আজহারুল।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এমন কোনো বক্তব্য বা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যাবে না, যাতে করে জাতীয় ঐক্য সৃষ্টিতে বাধা হয়। জামায়াতে ইসলামী কাদা ছোঁড়াছুড়ির রাজনীতি করেনি, করবেও না। জামায়াতে ইসলামী শিষ্টাচার ও গঠনমূলক সমালোচনার রাজনীতিতে বিশ্বাসী।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচারণায় সহনশীল ও গ্রহণযোগ্য বক্তব্য প্রচারের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আমাদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জনগণের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দ্বীনের দাওয়াত ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এরআগে, ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয় দীর্ঘ ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলাম এলে তাকে ফুল দিয়ে বরণ করেন মহানগরীর নেতারা।

সারাবাংলা/এফএন/এমপি

এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর