Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবদ্ধতা দেখা দিলে কল করুন হট লাইনে: ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ০৯:৪০ | আপডেট: ৩০ মে ২০২৫ ১১:১৬

ঢাকা: আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সৃষ্ঠ জলবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এমনকি জলবদ্ধতা দেখা দিলে হট লাইন নম্বরে কল দিতে বলেছে ডিএনসিসি।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সৃষ্ঠ জলবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

কোন এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নাম্বার ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নাম্বারে 01733982486 ফোন করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো।

ঢাকা উত্তরের কোন অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সাথে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব প্রস্তুতি থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

জলবদ্ধতা ঢাকা উত্তর সিটি করপোরেশন হট লাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর