Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৭:০৭

প্রেস ব্রিফিং করছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান।

ময়মনসিংহ: ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকেট দিয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ মে) দুপুরে নগরীর আকুয়া বাইপাস র‌্যাব-১৪ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ
সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে গাজীপুরের জয়দেবপুর টেকনোপাড়া থেকে অভিযুক্ত এই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুইজনকে সৌদি আরব পাঠানোর কথা বলে ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকেট দিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও তাদেরকে বিদেশে পাঠানো হয়নি।

বিজ্ঞাপন

পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এই প্রতারককে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার ভুয়া বিমানের টিকেট ভুয়া ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর