আশুিলিয়া থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
২৮ জুন ২০১৮ ২২:৪৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
আশুলিয়া: বংশী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আশুলিয়ার সুগন্ধি খালপাড় এলাকার বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার সুগন্ধি খালপাড় এলাকায় পানিতে আনুমানিক (২৩) বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কেউ ওই নারীকে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমআই