কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই ট্রাক বসতবাড়ির ঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা দুই নারী সদস্য আহত হয়েছেন।
রোববার (১ জুন) ভোররাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানার মোড় ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন–বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (রোববার) ভোররাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তারা। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখতে পান একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী। পরে আহত দুই নারীকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডাক্তার হোসেন ইমাম জানান, আহত দুই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কা মুক্ত রয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।