Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২০:৫৯ | আপডেট: ১ জুন ২০২৫ ২২:৩১

ঢাকা: নিবন্ধন ও প্রতীক ইস্যুতে আলোচনা করতে আগামীকাল সোমবার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ জুন) সন্ধ্যায় সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের একজন ফোন দিয়েছিলেন। তাদের একটি প্রতিনিধি দল আগামীকাল সাক্ষাতের সময় চেয়েছিলেন। সিইসি সোমবার দুপুর ১২টায় সময় দিয়েছেন।

এর আগে, সকালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আশা করছি, আগামীকালের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ (উপস্থাপন) করব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১২ বছর পর এ বৈঠকটি হবে ইসির সঙ্গে জামায়াতের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসিতে এসেছিল।

সারাবাংলা/এনএল/এসআর

জামায়াতের বৈঠক প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর