Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ধীর গতিতে বাড়ছে নদ-নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১২:৪০ | আপডেট: ২ জুন ২০২৫ ১২:৫৩

নদ-নদীগুলোতে বাড়ছে পানি।

সুনামগঞ্জ: বৃষ্টিপাত কম হওয়া ও নদীর পানি হাওরে প্রবেশ করায় ধীরগতিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, রক্তি, যাদুকাটাসহ বিভিন্ন নদ-নদীর পানি।

সোমবার (২ জুন) পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২৫ মিলিমিটার। ফলে শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি ৬ দশমিক ৮৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার ৯৪ সেন্টার নিচে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী ৪৮ ঘণ্টা উজানে হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও জেলার হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় নদনদীর পানিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

নদনদীর পানি বাড়ছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর