Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্থানে ব্রিজ ভেঙে নদীতে বাস, নিহত বেড়ে ৩২


২৩ ডিসেম্বর ২০১৭ ১২:০৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১৮

সারাবাংলা ডেস্ক

আজ সকালে ভারতের রাজস্থান রাজ্যের ডাবি গ্রামে একটি যাত্রীবাহী বাস ব্রিজ থেকে ছিটকে নদীতে পরে গেলে ৩২ জন নিহত হয়।

রাজ্যে মধুপুর জেলায় ঘটা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন একজন সিনিয়র পুলিশ সদস্য।

পুলিশ জানিয়েছে, চালকের বয়স ১৬। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙ্গে ১০০ ফুট নিচে পড়ে যায়।  বাস চালানো অবস্থায় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। দুর্ঘটনায় চালকও মারা যায়।

উদ্ধার কাজ চালানোর জন্য পুলিশ সেখানে পৌঁছেছে। আহতদের স্বাতী মধুপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

এনডিটিভি থেকে জানা যায়, এ বাসটি লাল সোথ থেকে সাই মধুপুর পর্যন্ত যাত্রী পারাপারের কাজ করত। মধুপুরের ৬৫ কিলোমিটার আগেই বাসের সামনের চাকা বিস্ফোরিত হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বানাস নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। সকল আহত ও নিহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমএ

রাজস্থান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর