Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৪:০৪

হত্যা মামলার আসামি কুমিল্লার যুবক শেখ তাইসুখ ইসলাম।

চুয়াডাঙ্গা: ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি কুমিল্লার যুবক শেখ তাইসুখ ইসলামকে (২২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার একজন আসামি।

সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই তারেক জানান,পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য সে তার পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে দেখা যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপর তাকে গ্রেফতার করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা আদর্শ শহরের সদর উপজেলার মনোহরপুরের সোনালী ব্যাংক জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল ইসলাম ও আলেয়া বেগমের ছেলে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান এসআই।

সারাবাংলা/এসডব্লিউ

আসামি গ্রেফতার হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর