Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে স্ত্রীসহ জি এম কাদের ও ১৯ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৫:০০ | আপডেট: ২ জুন ২০২৫ ১৬:৩৮

জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের।

লালমনিরহাট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে হত্যাচেষ্টার অভিযোগে খলিলুর রহমান নামে এক ব্যক্তি এদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ২০-৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদি বিএনপির হয়ে শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

জি এম কাদের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর